দমদম পার্ক ভারত চক্রের থিম 'অন্তর্লীন'

author-image
Harmeet
New Update
দমদম পার্ক ভারত চক্রের থিম 'অন্তর্লীন'



নিজস্ব সংবাদদাতাঃ
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেই চলে আসবে দুর্গাপুজো। মানুষ মেতে উঠবেন দেদার আনন্দে। সেইসঙ্গে চলবে খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, শপিং ও আরও কত কী। 

 





কিন্তু আপনি কি জানেন যে কোন পুজো কমিটি এ বছর কি কি থিম করছে? তাহলে আপনাকে চোখ রাখতে হবে প্রতিবেদনটিতে। আপনি কি জানেন যে এ বছর দমদম পার্ক ভারত চক্রের থিম কী? 








ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়ে যে এবারে তাঁদের পুজোর থিম হল 'অন্তর্লীন'।