নিজস্ব সংবাদদাতাঃ আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেই চলে আসবে দুর্গাপুজো। মানুষ মেতে উঠবেন দেদার আনন্দে। সেইসঙ্গে চলবে খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, শপিং ও আরও কত কী।
কিন্তু আপনি কি জানেন যে কোন পুজো কমিটি এ বছর কি কি থিম করছে? তাহলে আপনাকে চোখ রাখতে হবে প্রতিবেদনটিতে। আপনি কি জানেন যে এ বছর দমদম পার্ক ভারত চক্রের থিম কী?
ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়ে যে এবারে তাঁদের পুজোর থিম হল 'অন্তর্লীন'।