নিজস্ব সংবাদদাতাঃ উলভস অস্ট্রিয়ার তারকা স্ট্রাইকার সাসা কালাজদজিককে সই করিয়েছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে সই করানোর এই খবর। ভিসা এবং ওয়ার্ক পারমিটের জন্য আপাতত অপেক্ষা।
২৫ বছর বয়সী এই ফুটবলার সকালে কম্পটন পার্কে তাঁর মেডিক্যাল টেস্ট সম্পন্ন করার জন্য উলভারহ্যাম্পটনে পৌঁছেছেন। পাঁচ বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি।