নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তিনজনকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত রফিকুলকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। এবার ঘটনাস্থলে ধৃতকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরু করলেন তদন্তকারীরা। বুধবার ক্যানিং থানার একটি বিশেষ দল রফিকুলকে নিয়ে যায় গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সেই বিভীষিকাময় ঘটনাস্থলে। সকাল থেকে গোটা এলাকায় ছিল কড়া নিরাপত্তা বেষ্টনী। পুননির্মাণে আরও নতুন কিছু দিক খুলবে বলে অনুমান আধিকারিকদের। উল্লেখ্য, গত ৭ জুলাই, ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দিনে-দুপুরে গুলি করে-কুপিয়ে খুন করা হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাজি, বুথ সভাপতি ভূতনাথ প্রামাণিক ও যুব তৃণমূলের বুথ সভাপতি ঝন্টু হালদারকে।