'শব্দে সুরে' দমদম সার্বজনীন

author-image
Harmeet
New Update
'শব্দে সুরে' দমদম সার্বজনীন

নিজস্ব সংবাদদতাঃ আর কদিন বাদেই আসছেন মা দুর্গা। তার প্রস্তুতি চলছে পাড়ায় পাড়ায়। সারা বছর বাঙালিরা অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য। মাত্র পাঁচদিন, কিন্তু তাও উত্তেজনা কম হয়না কারুরই। আট থেকে আশি সকলের কাছেই মা দুর্গার আগমন মনকে নাড়া দেয়। ঠাকুর দেখতে তাই সকলেই প্রায় বেড়িয়ে পরেন। প্যান্ডেলে প্যান্ডেলে সৃষ্টি হয় জন- সমুদ্র। তাই আসুন জেনে নিই দমদম পার্ক সার্বজনীন দুর্গা পুজ কমিটির ২০২২ এর থিম। এবারে তাদের ভাবনা '' শব্দ এবং সুর'' অর্থাৎ শব্দ সুরে সার্বজনীন। ' শব্দ ব্রহ্ম থেকেই ব্রহ্মাণ্ডের সৃষ্টি। সকল প্রাণীর মধ্যে ' চেতনার আলো'ই হল শব্দ ব্রহ্ম। শব্দ যদি শরীর হয়, সুর তার আত্মা। শব্দ সুরের যুগলবন্দী মানুষের মধ্যে জাগিয়ে তোলে এক অতীন্দ্রিয় অনুভূতি। এই ভাবনার মাধ্যমেই দমদম পার্ক সার্বজনীন মানুষকে তাদের মণ্ডপে আসার জন্য আহ্বান জানাচ্ছে।