রুশ পর্যটকদের নিষিদ্ধের আহ্বান ইউক্রেনের

author-image
Harmeet
New Update
রুশ পর্যটকদের নিষিদ্ধের আহ্বান ইউক্রেনের

নিজস্ব সংবাদদাতাঃ রুশ পর্যটকদের নিষিদ্ধ করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এই আহ্বান জানিয়েছেন। দিমিত্রি কুলেবা বলেন, "এ ধরনের পদক্ষেপ যথাযথ হবে। কেননা, রাশিয়ার বেশিরভাগ মানুষ ইউক্রেনে রুশ আগ্রাসনকে সমর্থন করে।"  


এদিকে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার কিয়েভে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের আগে এদিন সকালে কিয়েভে পৌঁছান রাফায়েল গ্রোসির নেতৃত্বাধীন আইএইএ-র ১৪ সদস্যের বিশেষজ্ঞ দলের সদস্যরা। টুইটারে দেওয়া পোস্টে রাফায়েল গ্রোসি বলেছেন, আমাদের অবশ্যই ইউক্রেন ও ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্রের সুরক্ষা নিশ্চিত করতে হবে।