নিজস্ব সংবাদদাতাঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার করোনা শনাক্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাহাথিরের দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন সাবেক প্রধানমন্ত্রী। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানে আগামী কয়েক দিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।
দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছেন ৯৭ বছরের মাহাথির। গত জানুয়ারির শেষের দিকেও একবার তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করতে হয়েছিল। পরে ফেব্রুয়ারির গোড়ার দিকে সেখান থেকে তাকে রিলিজ দেন চিকিৎসকরা।