পাকিস্তানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত আইকনিক মহেঞ্জো-দারো সভ্যতার ধ্বংসাবশেষ

author-image
Harmeet
New Update
পাকিস্তানের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত আইকনিক মহেঞ্জো-দারো সভ্যতার ধ্বংসাবশেষ

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানগুলো। মহেঞ্জো-দারো ধ্বংসাবশেষ, কোট ডিজি, রানিকোট এলাকা ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রবল বৃষ্টির কারণে মহেঞ্জো-দারোতে খনন করা অঞ্চলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি জায়গা চাপা পড়ে গিয়েছে। এছাড়াও বন্যার জল খনন হওয়া এলাকায় প্রবেশ করে মাটি আলগা করে দিয়েছে এবং এর ফলে দেওয়ালগুলো কাত হয়ে গেছে। এই স্থানগুলো সিন্ধু সভ্যতার টিকে থাকা দুর্গগুলোর মধ্যে অন্যতম। এটি প্রায় ২ হাজার ৫০০ খ্রিস্ট পূর্বাব্দের। দ্য মাউন্ড অফ দ্য ডেড, মহেঞ্জো-দারোর সবচেয়ে আইকনিক সাইটটি আপাতত ঢাকা দেওয়া রয়েছে পথিলিন দিয়ে। প্রবল বৃষ্টি সিন্ধুর বেশিরভাগ অংশকে প্লাবিত করেছে, তা এই ধ্বংসাবশেষকেও রেহাই দেয়নি।  



গত এক দশকে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে পাকিস্তান। বন্যায় প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মানুষ। লাখ লাখ মানুষ ঘরছাড়া। হাজার হাজার মানুষকে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। তার মধ্যেই সিন্ধু প্রদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলো রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। দুর্গ, সমাধিগুলো এই অঞ্চলের গৌরবময় অতীতের প্রতীক। সেগুলোই এখন হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়াও বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে থুল মীর রুকনের বৌদ্ধ স্তূপটিরও। থাটা এবং বনভোরের বিখ্যাত মাকলি স্মৃতিস্তম্ভগুলোকেও রেহাই দেয়নি বন্যা, দু'টিই আন্তর্জাতিকভাবে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান।