নিজস্ব সংবাদদাতাঃ চেলসি ক্রিস্টাল প্যালেসের সঙ্গে উইলফ্রেড জাহার ব্যাপারে আলোচনা করছে বলে জানা গিয়েছে। আগস্টের শুরু থেকে সম্ভাব্য এই দল বদলের ব্যাপারে শোনা যাচ্ছিল। আক্রমণভাগে চেলসি আরও লোকবল বাড়াতে চাইছে।
এভারটনের অ্যান্টনি গর্ডনের জন্যও দ্যা ব্লুজ চেষ্টা চালিয়েছিল বলে জানা গিয়েছিল। এবার ক্রমে শোনা যাচ্ছে উইলফ্রেড জাহার ব্যাপারে চেলসি এখনও উৎসাহী।