নিজস্ব সংবাদদাতাঃ ক্রিস্টাল প্যালেসের হয়ে দারুণ ফর্মে রয়েছেন উইলফ্রেড জাহা। ইংলিশ প্রিমিয়ার লিগে, ঘরের মাঠে শেষ সাতটি ম্যাচে ছয় গোল করেছেন তিনি।
ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে ম্যাচ মানেই জাহা ফর্মে থাকবেন এমনটা ফুটবল প্রেমীদের একাংশ ধরেই নেন। ব্রেনফোর্ডের বিরুদ্ধে ম্যাচেও গোল করেছেন তিনি। যদিও ম্যাচের ফলাফল হয়েছে ১-১।