শুভেন্দুর আর্জি খারিজ আদালতের

author-image
Harmeet
New Update
শুভেন্দুর আর্জি খারিজ আদালতের

নিজস্ব সংবাদদাতা:  কুণাল ঘোষের মানহানি মামলায় স্বশরীরে শুভেন্দুকে হাজিরা দেওয়ার নির্দেশ দিল আদালত। আগামী ২২ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ দিল ১৯ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। অভিযোগ, শুভেন্দু অধিকারী ত্যাজ্যপুত্র বলেছিলেন কুণাল ঘোষকে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির মামলা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।  এই মামলার পরিপ্রেক্ষিতে পিটিশন জমা দেয় শুভেন্দু অধিকারীর আইনজীবীরা। তাঁরা উল্লেখ করেন, "শুভেন্দুর বাড়ি কাঁথিতে। ওখান থেকে কলকাতার এই আদালতে এসে ব্যক্তিগত হাজিরা রদ করুন। ওঁর পরিবর্তে হাজির থাকবেন সংশ্লিষ্ট আইনজীবীরা। অন্যদিকে শুনানিতে কুণালের আইনজীবী উল্লেখ করেন, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। ওঁর পিটিশনে উল্লেখ রয়েছে যে ওঁর অফিস বিধানসভায়। আর সেখান থেকে আদালতের দূরত্ব সামান্যই। তাই কাঁথির প্রসঙ্গ আসে না। গত তিন দিনের সওয়াল জবাবের পরে আজ নির্দেশ কপি আসে। সেখানেই ২২ সেপ্টেম্বর হাজির থাকতে বলা হয়েছে শুভেন্দু অধিকারীকে।"