নিজস্ব সংবাদদাতাঃ মিমি, নুসরত, জুন মালিয়া-সহ দলের একঝাঁক বিধায়ক, সাংসদকে আক্রমণের পর, নিরাপত্তা কমানো হল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। ২৪ ঘণ্টা মাত্র একজন নিরাপত্তা রক্ষী পাবেন ক্রেতা সুরক্ষা দফতরের প্রতিমন্ত্রী। থাকছে না হাউস গার্ড ও এসকর্ট গাড়ি। গতকাল রাজ্যের ডিরেক্টরেট অফ সিকিউরিটি থেকে এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে। নিরাপত্তা কমানোর বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন মন্ত্রী।