নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার শাশুড়ির। মৃতের নাম জ্যোৎস্না মাইতি (৭৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান বনমালি ঘোড়ুইয়ের বাড়িতে দুর্ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার হঠাৎ ফেটে যায়। তারপরেই বাড়ির একতলায় আগুন লেগে যায়। বাড়ির দোতলা কাঠের কাঠামো দিয়ে তৈরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। দোতলার বাড়ির বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়ে যায়।
জানা যাচ্ছে, রাতে বাড়িতে বনমালির শাশুড়ি রান্না করছিলেন। সেই সময়েই গ্যাস সিলিন্ডারটি ফেটে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ওই আগুন পেরিয়েই ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বৃদ্ধা। তাঁর শরীরের নিম্নাঙ্গ, হাত-পা পুড়ে যায়। ততক্ষণে চিৎকার-চেঁচামেচিতে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারাও। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বৃদ্ধাকে প্রতিবেশীরা উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিছু সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই মহিলা। পরে সেখানেই তাঁর মৃত্য়ু হয়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।