নিজস্ব সংবাদদাতাঃ ভারতে পালিত সকল উৎসবের দিন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুদর্শন পট্টনায়েক বালি দিয়ে ইলাস্ট্রেশন তৈরি করেন। গণেশ চতুর্থীতেও তার অন্যথা হলনা। উৎসবের সকালে তৈরী করে ফেললেন আস্ত একটি বালির গণেশ মূর্তি। ৩৪২৫টি বালির লাড্ডু ও কিছু ফুল ব্যবহার করেই পুরীর সমুদ্র সৈকতে বানিয়ে ফেললেন গণপতির বালি মূর্তি।