জানেন কিভাবে শুরু হল তর্পণ?

author-image
Harmeet
New Update
জানেন কিভাবে শুরু হল তর্পণ?


নিজস্ব সংবাদদাতা: পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় মহালয়ার দিন তর্পণ করা হয়। তবে জানেন কি, কিভাবে শুরু হয়েছিল এই তর্পণ? মহাভারত অনুসারে, যুদ্ধে কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে যায়। তবে সেখানে তাকে খেতে দেওয়া হয় শুধুই সোনা আর ধনরত্ন।

মহালয়ায় তর্পণ করতে কি কি প্রয়োজন এবং কীভাবে করবেন - Progotir Bangla

 কর্ণ তাকে খাদ্য হিসাবে সোনা ও ধনরত্ন দেওয়ার কারণ জিজ্ঞেস করলে ইন্দ্রদেব তাকে জানায় সে সারা জীবন সোনা দান করেছেন। তিনি কখনোই পিতৃপুরুষকে জল দেননি। তবে কর্ণ জানান, তার কোনও দোষ নেই, তিনি মৃত্যুর আগের দিন রাতে তার পিতৃপুরুষের কথা জানতে পেরেছেন। তখন ইন্দ্রদেব কর্ণকে মর্তে ফিরে পিতৃপুরুষকে জলদান করার অনুমতি দেন। সেইমত মর্তে ফিরে এসে পিতৃপুরুষকে জলদান করেন কর্ণ। সেই থেকে শুরু হয় তর্পণ।

তর্পণ - উইকিপিডিয়া