নিজস্ব সংবাদদাতাঃ সোমবার ইরাকের শিয়া ধর্মগুরু মুকতাদা আল-সদর ঘোষণা করেন তিনি রাজনীতি ছেড়ে দিচ্ছেন।
তারপরেই তার সমর্থকরা ইরাকের রাষ্ট্রপতি ভবনে হামলা চালায়।
যার ফলে ইরাকের সেনাবাহিনী ও আল-সদরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের।
আহত হয়েছেন শতাধিক মানুষ।
এরফলে সমর্থদের প্রতি শান্তির বার্তা দিয়েছেন আল-সদর।
সমর্থকদের সংঘর্ষের থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি।