নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভারী বৃষ্টির ফলে হওয়া বন্যা পরিস্থিতিতে জর্জরিত পাকিস্তান। পাকিস্তানের ৩৩ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার ফলে।
বন্যার ফলে পাকিস্তানে মৃত্যুর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানকে অবিলম্বে সহায়তার জন্য আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর। পাকিস্তানের ৬ মিলিয়ন মানুষের সহায়তার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়েছে ইউএনএইচসিআর-এর তরফে।