করিনাকে কৃষিকাজে সাহায্য করলেন ছোট্ট তৈমুর

author-image
Harmeet
New Update
করিনাকে কৃষিকাজে সাহায্য করলেন ছোট্ট তৈমুর

নিজস্ব প্রতিনিধি-অভিনেতা সেফ আলি খান এবং করিনা কপূর খান বর্তমানে তাদের ছেলে তৈমুর এবং জেহের সঙ্গে পতৌদি প্রাসাদে ছুটি কাটাচ্ছেন।





সোমবার, করিনা ইনস্টাগ্রামে তার ছুটির এক ঝলক শেয়ার করেছেন। দুপুরের খাবারের জন্য তৈমুর ক্ষেত থেকে মূলো তুলছেন এমন একটি ছবি প্রকাশ্যে এনেছেন।ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, "লাঞ্চে ঘি দিয়ে গরম গরম মূলোর পরঠা।"ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই কমেন্ট সেকশনে মন্তব্য করেছেন বন্ধু ও পরিবার।