হাতির হানায় জখম এক মহিলা

author-image
Harmeet
New Update
হাতির হানায় জখম এক মহিলা

দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় গুরুতর জখম হলেন এক মহিলা। ঘটনাটি গোয়ালতোড়ের নাদারিয়া গ্রামের। ওই মহিলার নাম লক্ষ্মীমণি হেমব্রম (৪০)। জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে বাড়ি থেকে বাইরে বেরোতেই হাতির আক্রমণের মুখে পড়েন তিনি। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোয়ালতোড় রেঞ্জের ওই এলাকায় একটি হাতি কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। এদিন রাতে খাবারের সন্ধানে মাদারিয়া গ্রামে প্রবেশ করেছিল। গ্রামবাসীরা বুঝে ওঠার আগেই বাড়িগুলিতে এক প্রকার তল্লাশি চালায় খাবারের খোঁজে। 

সেই সময় লক্ষীদেবী বাড়ির বাইরে পা রাখতেই হাতির সামনে পড়েন। তাকে শুঁড়ে ধরে দূরে ছুঁড়ে ফেলে। পরে হাতিটি তাঁকে খোঁজাখুঁজি করলেও হদিশ পায়নি। গ্রামবাসীরা বুঝতে পেরে তড়িঘড়ি হাতিটিকে তাড়িয়ে অন্যত্র সরিয়ে ওই মহিলাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। প্রাণে বাঁচলেও তাঁর কোমরে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ঝাড়গ্রামে হাতির হানায় পাঁচ জনের মৃত্যু হয়েছে, কয়েকজন আহত। তার রেস কাটতে না কাটতেই গোয়ালতোড়ের এই ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, রূপনারায়ণ বন বিভাগের আমলাগোড়া, মাগুরাসোল এলাকার জঙ্গলে ১৮ থেকে ২০টি, জামডোবাতে ৮ থেকে ১০ টি হাতি রয়েছে। মেদিনীপুর বনবিভাগের লালগড়ের পডিয়া এলাকায় ২৫ থেকে ৩০ টি হাতির একটি দল রয়েছে। জঙ্গলে না যাওয়ার বার্তা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেছে বনদপ্তর।