হরি ঘোষ, রানীগঞ্জ : অভিনব উপায়ে চলছিল এটিএম থেকে টাকা জালিয়াতি করে চুরির চক্র। আর সেই চুরির খবর রানীগঞ্জ থানার পুলিশের কাছে অভিযোগ আকারে আসার পরই রানীগঞ্জ থানার পুলিশ তদন্ত নেমে দুটি এটিএম কাউন্টারের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, এই চুরি চক্রের অভিযুক্তদের সনাক্ত করে গ্রেফতার করে তাদের। জানা গিয়েছে, ধৃত দুই যুবক রানীগঞ্জের নিমচা দু'নম্বর পিঠ এলাকার বাসিন্দা। সম্পর্কে তারা প্রতিবেশী। ধৃতরা হল যুবক সঞ্জয় কুমার নুনিয়া (২৭) ও অমিত নুনিয়া (১৯)।
তারা দীর্ঘদিন ধরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১০টিরও বেশি এটিএমে এটিএম এর ক্যাশ কাউন্টারের আউট লেটের মুখে পাত লাগিয়ে তাতে আঠা লাগিয়ে রেখেছিল। যাতে কেউ টাকা তুলতে এলে সেই টাকা তাতে সেটে যায়। ওই ব্যক্তি চলে যাওয়ার পরই সেই টাকা হাতিয়ে নিত তারা। রানীগঞ্জের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ও এক বেসরকারি ব্যাঙ্কে এ ধরনের ঘটনা ঘটার পর অভিযোগ দায়েরের পরই নড়েচড়ে বসে পুলিশ। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দুই অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করার পরই, সমস্ত বিষয় স্পষ্ট হয়। অভিযুক্তরা জেরায় তাদের অপরাধের কথা স্বীকার করেছে বলেই জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পাঠানো হয়।