কলকাতায় বাড়ছে রিফিউজ আইল্যান্ডের সংখ্যা

author-image
Harmeet
New Update
কলকাতায় বাড়ছে রিফিউজ আইল্যান্ডের সংখ্যা

নিজস্ব সংবাদদাতা: কলকাতায় বাড়ছে রিফিউজ আইল্যান্ডের সংখ্যা। বিভিন্ন দুর্ঘটনার পর তদন্ত করে ট্রাফিক আধিকারিকরা দেখেছেন, এই মৃত ও আহত প্রবীণদের মধ্যে একাংশ পথচারীও। ট্রাফিকের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যে, ধীর বা মন্থর গতিতে রাস্তা পার হওয়ার সময় তাঁদের উপর এসে পড়েছে বেপরোয়া গাড়ি। গাড়ির ধাক্কায় কখনও তাঁরা ছিটকে গিয়েছেন। কখনও বা তাঁদের পিষে দিয়েছে চাকা। তদন্ত করে ট্রাফিক বিভাগ দেখেছে, লাল সিগন্যাল বন্ধ ও সবুজ সিগন্যাল চালু হওয়ার সময়ও অনেকে রাস্তা পার হন। তাঁদের মধ্যে যাঁরা অল্প বয়সের, তাঁরা দৌড়ে রাস্তা পেরিয়ে যান। কিন্তু বিপদে পড়েন প্রবীণ বা বৃদ্ধ-বৃদ্ধারা। তাঁদের সামনে এসে পড়ে গাড়ি। অথবা, এমনও দেখা গিয়েছে যে, একদিকের রাস্তা পার হয়ে মাঝখানে পৌঁছে তাঁরা আর অন্যদিকের রাস্তা পার হতে পারছেন না। সেখানে ব্যাস্ত রাস্তার ক্রসিংগুলিতে রিফিউজ আইল্যান্ড থাকলে রাস্তা পার হওয়ার সময় সুবিধা হয় পথচারীদের। সম্প্রতি সাউথ ট্রাফিক গার্ডের তরফ থেকে এক্সাইড মোড়, ডোরিনা ক্রসিংয়ে রিফিউজ আইল্যান্ড তৈরি করা হয়েছে। পুজোর আগেই কলকাতায় আরও কিছু রিফিউজ আইল্যান্ড তৈরি হতে পারে বলে জানিয়েছে পুলিশ।