নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম :রাজ্যের বেতন প্রাপ্ত সব অংশের শ্রমিক-কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনগুলোর যৌথ আহ্বানে বকেয়া মহার্ঘ ভাতা এবং শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক অফিসে অবস্থান বিক্ষোভের মাধ্যমে কর্মবিরতি পালন করল রাজ্য কো অর্ডিনেশন কমিটির গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক শাখা। এদিনের কর্মবিরতিতে অংশ নিয়ে ব্লকের স্থায়ী ও অস্থায়ী কর্মীরা দাবি তোলেন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ মহার্ঘ ভাতা দ্রুত প্রদান করতে হবে। সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। সমকাজে সমান বেতন প্রদান করতে হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কো অর্ডিনেশন জয়েন্ট সেক্রেটারি গৌতম ব্যানার্জী, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কো অর্ডিনেশন কমিটির সম্পাদক সৌভিক খান।