নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় মন্ত্রী তথা আমেঠির সাংসদ স্মৃতি ইরানিকে চিনতেই পারলেন না লেখপাল। এমনই অভিযোগ ওঠায় দায়িত্ব পালন না করার জন্য লেখপালের বিরুদ্ধে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। আমেঠির বাসিন্দাদের একজনের অভিযোগের ভিত্তিতে স্মৃতিকে ফোন করেছিলেন লেখপাল।
বিষয়টি উত্তরপ্রদেশের মুসাফিরখানা তহসিলের অধীনে পুর পাহলওয়ান গ্রামের বাসিন্দার দায়ের করা একটি অভিযোগের সাথে সম্পর্কিত। লেখাপাল এক ব্যক্তির বাবা,পেশায় শিক্ষকের মৃত্যুর পর তার মায়ের জন্য পেনশনের বিষয়ে স্মৃতিকে পাঠআনো অভিযোগপত্র যাচাই করতে ব্যর্থ হয়। অভিযোগকারী বছর ২৭-এর করুণেশ অভিযোগ করেছেন যে নথি যাচাই না করার কারণে, তার মা পেনশন পাননি। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী ইরানি লেখপালকে ডাকলে তিনি তাকে চিনতে ব্যর্থ হন।