নিজস্ব সংবাদদাতা : ৩৬,০০০ ফুট উচ্চতায় ইঞজিন স্টল সতর্কতার সংকেত পেলেন ইন্ডিগোর মুম্বইগামী একটি বিমানরে পাইলট। বিপরীত দিক থেকে আরেকটি বিমান উড়ে যাওয়ার পর 'ওয়েক টার্বুলেন্স' তৈরি হয়। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। বিমানটি নিরাপদে মুম্বাইয়ে অবতরণ করেছে।
জানা গিয়েছে, ইন্ডিগো বিমানটি E-6812 এয়ারবাস A320 গুয়াহাটি থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় ইঞ্জিন স্টল সতর্কতা লক্ষ্য করা যায়। বোয়িং ৭৭৭ বিমানের একটি বড় জেট ইন্ডিগোর A320 বিমানের বিপরীত দিকে যাওয়ায় মধ্য-এয়ার 'ওয়েক টারবুলেন্স' তৈরির কারণে এটি ঘটেছে। বিষয়টি লক্ষ্য করার পর ইন্ডিগো বিমানটি কোনো অসুবিধা ছাড়াই স্বাভাবিকভাবে তার গন্তব্যে পৌঁছে যায়। প্রসঙ্গত,ইন্ডিগোর ফ্লাইটটি গুয়াহাটি বিমানবন্দর থেকে সময়সূচি অনুযায়ী সকাল ৬:৩২ মিনিটে যাত্রা করেছিল। টেক অফে কোন বিলম্ব হয়নি। উড়ান সংস্থার তরফে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা, ডিরেক্টর জেনারেল সিভিল এভিয়েশন (ডিজিসিএ) কে এই ঘটনার বিষয়ে জানিয়েছে এবং বিমান এবং যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।