নিজস্ব সংবাদদাতা: যে কোনও প্রয়োজনে দূরদূরান্ত থেকে খাস কলকাতায় প্রায়ই যাতায়াত করেন বহু মানুষ। আসেন বিদেশিরাও। তাই শহরের বুকে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিতে রাজ্য পর্যটন দফতর ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে চালু হতে চলেছে হোম-স্টে। সে বিষয়ে মঙ্গলবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনের শেষে ১৪৪ জন কাউন্সিলরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
পুরসভা সূত্রের খবর, হোম-স্টে তৈরি করা নিয়ে প্রচারে পুরসভা কাজে লাগাতে চায় কাউন্সিলরদের। আজ পুরভবনে প্রশিক্ষণ কর্মসূচিতে সেই বিষয়ে কাউন্সিলরদের বোঝাবেন রাজ্য পর্যটন দফতরের আধিকারিকেরা।