নিজস্ব সংবাদদাতাঃ লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে ফের ভারতীয় পশুপালকদের নিগ্রহ করার অভিযোগ উঠল চিনা ফৌজের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি পূর্ব লাদাখের ডেমচকে এমন ঘটনা ঘটেছে। এর জেরে দু’বছর পরে নতুন করে ওই এলাকায় সংঘাতের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ।
২০২০ সালে পূর্ব লাদাখের এলএসি পেরিয়ে ভারতীয় পশুপালকদের নিগ্রহের অভিযোগ উঠেছিল চিনের পিপলস লিবারেশন আর্মি (এলএসি)-র বিরুদ্ধে। তারপর থেকেই ধাপে ধাপে ওই এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। যার পরিণতিতে সে বছরের জুন মাসে গালওয়ান উপত্যকায় রক্তাক্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দুই দেশের সেনা।