সিরিয়া থেকে এস-৩০০ ব্যবস্থা সরিয়ে নিলো রাশিয়া

author-image
Harmeet
New Update
সিরিয়া থেকে এস-৩০০ ব্যবস্থা সরিয়ে নিলো রাশিয়া

নিজস্ব সংবাদদাতাঃ সিরিয়া থেকে একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে রাশিয়া। দেশটি থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ক্রিমিয়া সংলগ্ন একটি রুশ বন্দরে পাঠিয়েছে মস্কো। স্যাটেলাইট ইমেজে উঠে এসেছে এমন তথ্য।প্রতিবেদনে বলা হয়, দৃশ্যত ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যেই সিরিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিয়েছে মস্কো। ইমেজস্যাট ইন্টারন্যাশনাল (আইএসআই) গত এপ্রিলে সিরিয়ার মাসিয়াফে এস-৩০০ অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারির উপস্থিতি এবং ২৫ আগস্ট টারতুস বন্দরে হার্ডওয়্যার পাঠানোর পর খালি জায়গাটির ছবি তুলেছে। রিফিনিটিভ একনের তথ্য বলছে, রুশ জাহাজটি বর্তমানে নভোরোসিস্কে রয়েছে। তুরস্কের দারদানেলেস প্রণালি হয়ে এটি সেখানে পৌঁছেছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি।