নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর সোমবার রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তার রাজনৈতিক সংস্থার কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে ইরাকের সৈনিক স্মৃতিসৌধের কাছে পিএমএফ নিরাপত্তা এবং ইরাকি বিশেষ বাহিনী (গ্রিন ক্যামো) এবং কাদিসিয়া হাইওয়েতে সারায়া আলসালামের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। ইরাকি মিলিশিয়ারা এখনো তাদের অস্ত্র শয়ন করতে পারেনি।