নিজস্ব সংবাদদাতাঃ ইরাকের প্রভাবশালী শিয়া মুসলিম নেতা মুক্তাদা আল-সদর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার টুইটারে তিনি এই ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তার রাজনৈতিক সংস্থার কার্যালয়ও বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে মুক্তাদা আল-সদর ও ইরানপন্থী শিয়া নেতাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। রাজনৈতিক সংঘর্ষের ফলে ইরাকের বাগদাদ শহর উত্তপ্ত হয়ে ওঠে। ইরাকের দ্বিতীয় প্রধান শহর বসরায় বিক্ষিপ্ত সহিংসতার সঙ্গে মধ্য বাগদাদে সংঘর্ষ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, মুক্তাদা আল-সদরের সশস্ত্র সারিয়া আল সালাম ইউনিট ইরান-সংযুক্ত বাহিনী আসাইব আহল আল-হকের সদস্যদের আটক করেছে।