নিজস্ব সংবাদদাতাঃ বর্ষায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গত ৩০ বছরের সব রেকর্ড ভেঙে গিয়েছে। আর এর ফলে ভয়ঙ্কর বন্যায় এখন ভেসে যাচ্ছে পাকিস্তান। সোমবার (২৯ অগস্ট) বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৩৬। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের প্রতি সমবেদনা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার, এক টুইট বার্তায় পাকিস্তানের বন্যার ধ্বংসলীলার বিষয়ে শোক প্রকাশ করে ভারতীয় প্রধানমন্ত্রী “দ্রুত স্বাভাবিকতা পুনরুদ্ধারের” আশা প্রকাশ করেছেন।
টুইট করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “পাকিস্তানে বন্যার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ দেখে ব্যথিত। নিহত, আহত এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই এবং স্বাভাবিক অবস্থার দ্রুত পুনরুদ্ধারের কামনা করি।”