নিজস্ব সংবাদদাতা : আর্টেমিস ১ লঞ্চটি বর্তমানে হোল্ডে রাখা হয়েছে বলে জানালো নাসা কারণ সংস্থাটি দলটি স্পেস লঞ্চ সিস্টেমের মূল পর্যায়ে ৩ নং ইঞ্জিনের একটি সমস্যা নিয়ে কাজ করছে।
আর্টেমিস ১ মিশনের লক্ষ্য হল রকেটটিকে গভীর-মহাকাশের কক্ষপথে স্থাপন করা যাতে চাঁদে মানুষের অনুসন্ধানের অভিযান শুরু করা যায়। আর্টেমিস ১ মিশন চালু করার জন্য বিকল্প তারিখ ২ ও ৫ সেপ্টেম্বর।