নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার খুমুলুঙে এক জনসভায় আজ বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, "ভারতীয় জনতা পার্টি সর্বসমন্বয়ী ভাবধারায় বিশ্বাসী , সবাইকে পাশে নিয়ে এগিয়ে যাওয়াই ভারতীয় জনতা পার্টির মুলমন্ত্র। স্বাধীনতার ৭৫তম বর্ষে প্রথমবার ট্রাইব্যাল রিসার্চ ইনস্টিটিউট কিংবা জনজাতীয় গৌরব দিবসের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজ্যের জনজাতিদের উন্নয়নে ভারতীয় জনতা পার্টির সরকার অঙ্গীকারবদ্ধ।দেশের কৃষ্টি সংস্কৃতিকে মুখ্য ধারায় যুক্ত হয়ে সমৃদ্ধ করার জন্য ত্রিপুরার ১৯টি জনজাতি সম্প্রদায়ের অবদান অনস্বীকার্য । আত্মনির্ভর সমাজের কল্পনা জনজাতীয় জীবনের সঙ্গে জুড়ে রয়েছে।" বলে তিনি জানান।