নিজস্ব সংবাদদাতাঃ UNSCO-এর তরফ থেকে ওয়ার্ড হেরিটেজের তকমা পেয়েছে কলকাতার দুর্গা পুজো। এই সম্মানে সম্মানিত হওয়ায় আগামী ১ সেপ্টেম্বর দুর্গা পুজোকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বন্ধ থাকবে রেড রোড। এই সময় কলকাতা হাইকোর্টের বিচারকদের কোর্টে যাওয়ার নয়া রুট গাইড দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সল্টলেক থেকে যে বিচারকরা আসবেন তাঁরা এজেসি ফ্লাইওভার হয়ে স্ট্রান্ড রোড দিয়ে এসপ্ল্যানেডের রাস্তা ধরে হাইকোর্ট পৌঁছাতে পারবেন।