শান্তনু পুরকাইত,ডায়মন্ডহারবারঃ ধেয়ে আসছে 'যশ' । মৎস্যজীবীদের সতর্ক করতে শুরু হয়েছে মাইকিং। আজ ডায়মন্ডহারবার সুলতানপুর মৎস্যবন্দর সহ অধিকর্তার পক্ষ থেকে 'যশ' ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করে মাইকিং শুরু করা হয়েছে। মধ্য পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া 'যশ' ঘূর্ণিঝড় সুন্দরবন উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে আগামী ২৩ শে মে থেকে ২৬ শে মের মধ্যে। তাই মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্য নির্দেশ জারি করেছে মৎস্যদপ্তর। অন্যদিকে ১৪ই এপ্রিল থেকে ১৫ই জুন পর্যন্ত ফিশিং ব্যান পিরামিড চলছে তাই মৎস্যজীবীদের সতর্ক করতে চলছে মাইকিং করে প্রচার।