নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানে ভয়াবহ বন্যায় ৫.৭ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন অব্যাহত রয়েছে। এই বিপর্যয়ে প্রায় ৭,১৯,৫৫৮ টি গবাদি পশু মারা গেছে। জাতীয় ও আন্তর্জাতিক উভয় স্তরেই বন্যার ভয়াবহ প্রভাব মোকাবিলায় অনুদানের আবেদন জানিয়েছে সেদেশের সরকার।
বন্যায় পাকিস্তানে কৃষি জমি ও অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিভিন্ন প্রদেশে ৯,৪৯,৮৫৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত ১৪ জুন থেকে বৃষ্টিপাত ও বন্যায় কমপক্ষে ১,০৩৩ জন মারা গেছে এবং ১,৫২৭ জন আহত হয়েছে।