নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন শহরগুলোতে গোলাবর্ষণ করেছে কিয়েভ। রবিবার ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে ডিনিপার নদীর ওপারের অঞ্চলে হামলা হালিয়েছে মস্কো। এসব হামলায় রকেট ও আর্টিলারি ব্যবহার করেছে রুশ বাহিনী।
ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো বলেছেন, রাতে ভারী গোলাবর্ষণের ফলে নিকোপোলের কিছু অংশ বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। জেলার প্রশাসনিক প্রধান ইয়েভেন ইয়েভতুশেঙ্কো জানিয়েছেন, রকেট হামলায় মারহানেটে প্রায় ডজনখানেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডনেস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেছেন, ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের বড় ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে গোলাবর্ষণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।