নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নির্মিত হিমার্সের গোলাবারুদ ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন দাবি করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে তারা বিশাল আকারের একটি গোলাবারুদের গুদাম ধ্বংস করে দিয়েছে। গুদামটিতে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম এবং এম৭৭৭ হাউইটজারের শেল ছিল।
এর আগে গত সপ্তাহেও ইউক্রেনের একটি গোলাবারুদের গুদাম ধ্বংসের দাবি করে রাশিয়া। এটিতে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট ব্যবস্থা এবং অন্যান্য পশ্চিমা বিমান বিধ্বংসী ব্যবস্থায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুত ছিল বলে দাবি মস্কোর। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাদের কালিব্র ক্ষেপণাস্ত্র দিয়ে গোলাবারুদের গুদামটি ধ্বংস করে দেওয়া হয়েছে।