জেনারেল এশিয়া কাপে পাক বধে শুরু ভারতের যাত্রাপথ, অভিনন্দন জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী Harmeet 29 Aug 2022 01:42 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতাঃ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দারুণ জয় পেল ভারত। হার্দিক পান্ডিয়ার দুরন্ত অলরাউন্ডার পারফরম্যান্স, ভূবনেশ্বর কুমারের অসাধারণ বোলিং, রবীন্দ্রা জাদেজা-র ভাল ব্যাটিংয়ে ভর করে এশিয়া কাপে গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সুপার ফোর কার্যত নিশ্চিত হয়ে গেল ভারতের। পাক বধে নায়ক হার্দিক। এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুরাগ ঠাকুর টুইটে বলেন, "চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই উত্তেজনাময় ম্যাচে আমাদের টিম ইন্ডিয়ার জন্য কী দারুণ জয়! এশিয়া কাপে উড়ন্ত সূচনার জন্য অভিনন্দন"। Team India anurag thakur india win union sports minister india India vs pakistan asia cup asia cup 2022 pakistan congrats tweet Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন