নিজস্ব সংবাদদাতাঃ তালিবানের হাতে কাবুলের পতনের পরেই আফগানিস্তানে সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছিল। তালিব শাসনের এক বছর পরে দেশের কয়েকটি সিনেমা হল খোলার অনুমতি দিল তালিব শাসকরা। তবে মহিলাদের সিনেমায় অভিনয় করার অনুমতি দেয়নি তালিবান। তাই সিনেমা হল খোলার আনন্দের মাঝেও খচখচ করছে নারীদের অধিকারের বিষয়টি। পরিসংখ্যান বলছে, ৩৭টি সিনেমার মধ্যে মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন একজন অভিনেত্রী।
জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি আফগানিস্তানের কয়েকটি সিনেমা হল খুলে দেওয়া হবে। সেখানে মোট ৩৭টি ছবি দেখানো হবে। তার মধ্যে কাল্পনিক ছবির সঙ্গে তথ্যচিত্রও রয়েছে। কাল্পনিক ছবিগুলিতেও অভিনয় করার অনুমতি পাননি আফগান নারীরা। একমাত্র আতিফা মহম্মদি নামে এক মহিলা ছবিতে অভিনয় করতে পেরেছেন। সেই প্রসঙ্গে কাবুলের এক বাসিন্দা জানিয়েছেন, “মহিলাদের অভিনয় করার পূর্ণ অধিকার রয়েছে। তাঁদের আটকে রাখা একেবারেই উচিত নয়। তাছাড়া মহিলা চরিত্র না থাকলে একটি সিনেমাও অসম্পূর্ণ থেকে যায়।”