নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের জাতীয় সেনাবাহিনী গড়ে তুলল তালিবান পরিচালিত প্রশাসন। তালিবানের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে বাহিনীতে দেড় লাখ সেনা রয়েছেন। সেনাবাহিনীতে সেনার সংখ্যা ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে। আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মৌলভি মহম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, "জাতীয় সেনাবাহিনীর বর্তমান কর্মী দেড় লাখ। এই সংখ্যা বাড়তে পারে।" শীর্ষ সামরিক কর্তার মতে, প্রতিরক্ষা মন্ত্রকের প্রযুক্তিগত দলগুলো গত এক বছরে ৬০টি ক্ষতিগ্রস্ত হেলিকপ্টার মেরামত করেছে।
জানা গিয়েছে, গত বছরের অগাস্টে মার্কিন বাহিনী সরতেই আফগানিস্তানের দখল নেয় তালিবান। পতন ঘটে আশরফ ঘানি সরকারের। পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান ঘানি। তাঁর আমলে আফগানিস্তানে দেড় লাখ কর্মীর জাতীয় সেনাবাহিনী-সহ মোট সাড়ে ৩ লাখ কর্মীর নিরাপত্তা বাহিনী ছিল।