বজ্রাঘাতে মৃত্যু হওয়া মহিলার পরিবারের সঙ্গে দেখা করলেন হুমায়ুন কবীর

author-image
Harmeet
New Update
বজ্রাঘাতে মৃত্যু হওয়া মহিলার পরিবারের সঙ্গে দেখা করলেন হুমায়ুন কবীর

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বাজ পড়ে মৃত মহিলার পরিবারের সঙ্গে দেখা করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।২৭ আগস্ট শনিবার ডেবরা ব্লকের জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত জলিমান্দা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লক্ষ্মী রানী সোরেন,নামে এক মহিলার মাঠে কাজ করতে যাবার পথে বজ্রাঘাতে মৃত্যু হয়। রবিবার ডেবরার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর মৃত আদিবাসী মহিলার বাড়িতে গিয়ে সমবেদনা জানান ও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি এও বলেন যে মৃত আদিবাসী মহিলার দুটি বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতা তিনি করবেন , নিজের কাছ থেকে আর্থিক সহযোগিতাও তিনি করেন পরিবারের সদস্যদের। বিধায়কের সাথে উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবি প্রদীপ কর , কৃষি কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি ,জলিমন্দা গ্ৰাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুবল রানা এবং সমাজসেবী শান্তি টুডু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আদিবাসী জনগোষ্ঠী অধ্যুসিত জলিমন্দা গ্ৰামের মানুষজন বিপদের সময় বিধায়ক সহ তৃনমূল কংগ্রেসের কর্মীদের পাশে পেয়ে কিছুটা আশ্বস্ত হন।