এগিয়ে গেল এটিকে মোহন বাগান

author-image
Harmeet
New Update
এগিয়ে গেল এটিকে মোহন বাগান

নিজস্ব সংবাদদাতাঃ ইমামি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এগিয়ে গেল এটিকে মোহন বাগান। বিরতির ঠিক আগে গোল পেয়েছে বাগান। লিস্টন কোলাসো কর্নার থেকে সুমিত পাসির গায়ে লেগে বল জড়িয়ে যায় ইমামি ইস্টবেঙ্গলের জালে। ১-০ গোলে এগিয়ে এটিকে মোহন বাগান। যদিও প্রথম ৪৫ মিনিটের নিরখের খুব একটা গোছানো খেলা খেলতে পারেনি কোনও দল।