New Update
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রাজ্যের সঙ্গে ঝাড়গ্রাম জেলার প্রতিটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হল। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রবিবার সাঁকরাইল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুমিত দাসের নেতৃত্বে ২৫ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল এ.বি.এস কলেজের গেটে পতাকা উত্তোলন করেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত। উপস্থিত ছিলেন, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলকান্ত রাউৎ, সহ সভাপতি অনুপ মাহাত, সাঁকরাইল ব্লকের যুব সভাপতি ললিত মাহাত, ব্লকের আইএনটিইউসির সভাপতি ধীরেন মাহাত, জেলা তৃণমূল কমিটির সদস্য ভাগবৎ মান্না, শান্তনু ভৌমিক ও ছাত্র নেতা সন্তু বারিক প্রমুখ।
অন্যদিকে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের গেটে পতাকা উত্তোলন করা হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে। কলেজ গেটে পতাকা উত্তোলনের পাশাপাশি কেক কাটার আয়োজনও করা হয়। এদিন ঝাড়গ্রাম রাজ কলেজ প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আর্য ঘোষ। এছাড়াও গোপীবল্লভপুর দু'নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বেলিয়াবেড়া গভর্নমেন্ট ডিগ্রী কলেজ চত্বরে ছাত্র সভাপতি প্রশান্ত বেরার নেতৃত্বে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। জাম্বনী ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের গেটে পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কোথাও পতাকা উত্তোলন কোথাও আবার কেক কেটে প্রতিষ্ঠা দিবস উদযাপনের সঙ্গে আগামীকাল অর্থাৎ ২৯ শে আগস্ট কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সফল করার আহ্বান জানান ছাত্র নেতারা।
tmc
INTUC
sakrail
gopiballavpur
TMCCHATRAPARISADFOUNDATIONDAY
FLAGHOASISTING
ABSCOLLEGE
CAKECUTINGCEREMONEY
KHAGENDRANATHMAHATO
LALITMAHATO
DHIRENMAHATO
ANUPMAHATO
BHAGABATMANNA