গুজরাট সফরে মোদী, সুযোগ চাইছে আপ!

author-image
Harmeet
New Update
গুজরাট সফরে মোদী, সুযোগ চাইছে আপ!

নিজস্ব সংবাদদাতা :গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে সে রাজ্যে অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন। এদিকে গুজরাটের ওপর নজর রয়েছে আপেরও।দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার এই মন্তব্য করেছেন যে গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচন একটি "গণ আন্দোলন" হয়ে উঠেছে যা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শঙ্কিত করেছে।

আপ বিধায়ক গুলাব সিং যাদবের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কেজরি। আপ বিধায়ক হিন্দিতে একটি টুইটবার্তায় লেখেন, গুজরাটে প্রধানমন্ত্রীর বৈঠকে ২৪০০ টি সরকারি বাস এসেছে। সমস্ত কন্ডাক্টর এবং ড্রাইভারদের গ্রুপে বার্তা চলছে যে, ফেরার সময়, সমস্ত কন্ডাক্টর যাত্রীদের বলবে যে 'এই সরকার শুধু ভাষণ দিচ্ছে। কেজরিওয়ালকে একটি সুযোগ দেওয়া উচিত।' টুইটটি রিটুইট করে কেজরি লেখেন, তাই এই মানুষগুলো এতটা নার্ভাস। এই কারণেই দিল্লিতে এত মিথ্যা মামলা হচ্ছে। গুজরাটের আসন্ন নির্বাচন গণআন্দোলনে পরিণত হয়েছে।