মানবিকতার পরিচয় দিয়ে বন দফতরের হাতে কচ্ছপ তুলে দিল যুবক

author-image
Harmeet
New Update
মানবিকতার পরিচয় দিয়ে বন দফতরের হাতে কচ্ছপ তুলে দিল যুবক

দিগ্বিজয় মাহালী, দাসপুর : মানবিকতার পরিচয় দিল দাসপুরের যুবক। কুড়িয়ে পাওয়া কচ্ছপ তুলে দিল বন দফতরের হাতে। ঘটনা দাসপুর থানার গৌরার। ঘটনা সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের এক যুবক প্রায় দেড় মাস আগে চাষের জমিতে ধান রুই থেকে ছোট ছোট ৫ টি কচ্ছপ কুড়িয়ে আনে। বড় সযত্নে সেগুলি লালন পালন করে বড় করে ২৮ আগস্ট বন দফতরের হাতে তুলে দেয়। 

কচ্ছপ উদ্ধার করতে আসা ঘাটাল ফরেস্ট রেঞ্জার অফিসার অসিত মোহন মুখার্জি জানান, 'ওই ব্যক্তি কচ্ছপগুলি না মেরে বরং ফিরিয়ে দিয়ে এক মানবিকতার পরিচয় দিয়েছেন,আমরা জনসাধারণের উদ্দেশ্যে জানিয়ে রাখি এভাবে আপনারা কোন কচ্ছপ,সাপ,পাখি বা বন্য পশুদেরকে মারবেন না দেখলেই সাথে সাথে আপনারা ফরেস্ট অফিসে যোগাযোগ করুন।' তিনি আরো বলেন, উদ্ধার করা কচ্ছপগুলি নিরাপদে জলাশয় ছেড়ে দেওয়া হবে।