প্রধানমন্ত্রীর খাদি মন্তব্য নিয়ে নিশানা রাহুলের

author-image
Harmeet
New Update
প্রধানমন্ত্রীর খাদি মন্তব্য নিয়ে নিশানা রাহুলের

নিজস্ব সংবাদদাতা : সবরমতি আশ্রম থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খাদি প্রসঙ্গে বলেছেন যে খাদি একটি উন্নত এবং আত্মনির্ভর ভারতের স্বপ্ন অর্জনের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে। আর প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়েই তার সমালোচনায় মুখর হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার অভিযোগ, প্রধানমন্ত্রীর কথা ও কাজ কখনো মেলে না।রাহুলের কথায়, "'জাতির জন্য খাদি কিন্তু জাতীয় পতাকার জন্য চাইনিজ পলিয়েস্টার! বরাবরের মতো, প্রধানমন্ত্রীর কথা ও কাজ কখনোই মেলে না।"


 কংগ্রেস পতাকা কোড সংশোধন করার জন্য কেন্দ্রের কঠোর সমালোচনা করে বলেছে যে জাতীয় পতাকা হাতে কাটা এবং হাতে বোনা বা মেশিনের তৈরি, তুলা/পলিয়েস্টার/উল/সিল্ক খাদি বান্টিং করা হবে। এর আগে মেশিনে তৈরি ও পলিয়েস্টারের পতাকা ব্যবহারের অনুমতি ছিল না।