১৯টা সেভ করে রুখলেন বায়ার্নকে!

author-image
Harmeet
New Update
১৯টা সেভ করে রুখলেন বায়ার্নকে!

নিজস্ব সংবাদদাতাঃ না দেখলে হয়তো বিশ্বাস করা কঠিন হতে পারে। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১৯ টা সেভ করেছেন গোলরক্ষক ইয়ান সমার। বুন্দেশলিগার সেভের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। 

বরুসিয়া মনশেনগ্লাডবাখ বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে। মিউনিখের বিরুদ্ধে উনিশটা সেভ করেছেন ইয়ান সমার। বুন্দেশলিগায় এটাই নতুন রেকর্ড।