নিজস্ব সংবাদদাতা : শনিবার কোচিতে ৩ টাকার ১৪০ কেজিরও বেশি নিষিদ্ধ তামাকজাত দ্রব্য বাজেয়াপ্ত করা হয়। তামাকজাত দ্রব্যের ওই পার্সেলটি বেঙ্গালুরু থেকে ট্রেনের মাধ্যমে পাচার করা হচ্ছিল বলে জানা যায়৷ ঘটনার তদন্ত শুরু করেছে তদন্ত শুরু করেছে আবগারি দফতর।
জানা যায়, ২৭ আগস্ট সকাল সাড়ে সাতটায় এর্নাকুলাম টাউন রেলওয়ে স্টেশনে পৌঁছানো বেঙ্গালুরু-কন্যাকুমারী এক্সপ্রেসের লাগেজ কেবিনে পাওয়া পার্সেলটির ভিতরে তামাকজাত দ্রব্যের দুটি বড় প্যাকেট ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, পার্সেলে শুধু ‘নিষাদ’ লেখা ছিল।