নিজস্ব সংবাদদাতাঃ টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী একমাত্র জিমন্যাস্ট, বাংলার প্রণতি নায়েক জিমন্যাস্টিক্সের ফাইনালে পৌঁছতে আজ ব্যর্থ হয়েছেন। তারপরেই প্রণতির ফাইনালে পৌঁছতে না পারার জন্য কোচের ভুল সিদ্ধান্তকে দায়ী করলেন বঙ্গতনয়ার প্রাক্তন কোচ মিনারা বেগম। মিনারাদেবীর বক্তব্য, ‘ভল্ট টেবিলে প্রণতির পারফরম্যান্স দেখে আজ আমি কাঁদছিলাম। বিশেষ করে ও যখন দ্বিতীয় ভল্টটা চেষ্টাই করল না। আমি বুঝলাম না ও কেন দ্বিতীয় ভল্টের সুযোগটা গ্রহণ করল না। এটা ওকে কোয়ালিফাই করতে সাহায্য করত’।
এরপরেই কোচকে কাঠগড়ায় তোলেন মিনারাদেবী। তিনি লিখেছেন, ‘অভিজ্ঞতাহীন একজন কোচকে অলিম্পিকে পাঠালে এমনই হয়। আমাদের কাছে দু’টো ভল্ট ছিল, কিন্তু ওকে একটা পারফর্ম করতে বলা হয়েছিল। নতুন কোচ ওনার দায়িত্ব পালন করতে অসমর্থ হয়েছেন। তাই আজ আমার কোচিংয়ের পাশাপাশি দেশেরও ক্ষতি হল।’ মিনারাদেবী নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই মন্তব্য প্রকাশ করেছেন।