বিজেপির দাপুটে নেতা যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চায়

author-image
New Update
বিজেপির দাপুটে নেতা  যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চায়

সুদীপ ব্যানার্জী, দার্জিলিং:   বিজেপির দাপুটে নেতা  যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চায়। পাহাড়ে প্রতিদিনই দলবদল চলছে। ইদানীং মূলত অনীত থাপা শিবির থেকে বিমল গুরুংয়ের শিবিরে যোগদানের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে খানিকটা অন্য পথে হেঁটেই এবার বিজেপি ছেড়ে অনীত থাপা নেতৃত্বাধীন গোর্খা জনমুক্তি মোর্চায় যোগ দিলেন পাহাড়ের প্রবীণ শ্রমিক নেতা ত্রিলোকচাঁদ রোকা। একসময়ে বিমল গুরুংয়ের কট্টর অনুগামী এই নেতা হাজারো প্রতিকূলতার মধ্যেও বিমল সঙ্গ ছাড়েননি। কিন্তু বিমল গুরুং তৃণমূলকে সমর্থনের বার্তা দিয়ে পাহাড়ে ফেরার সঙ্গে সঙ্গেই বিজেপিতে যোগ দিয়েছিলেন ত্রিলোকচাঁদ রোকা। কিন্তু এবার পাহাড়ে বিজেপি বিধানসভা নির্বাচনে ভালো ফল করলেও দল ছেড়ে অনীত থাপার হাত ধরেছেন তিনি।সম্প্রতি বিনয় তামাং মোর্চা ত্যাগ করার পর থেকেই গুরুং শিবিরের তরফে রোশন গিরি জানিয়ে দেন, পাহাড়ে একটাই গোর্খা জনমুক্তি মোর্চা থাকবে। আর সেই দলের নেতৃত্ব দেবেন বিমল গুরুং। এরপরই অনেক ছোটবড় নেতা বিমল গুরুংয়ের সঙ্গে যোগাযোগ করছিলেন। সেক্ষেত্রে দুর্বল হচ্ছিল অনীত থাপা শিবির। কিন্তু এই পরিস্থিতিতে ত্রিলোকচাঁদ রোকা অনীত থাপা শিবিরে যোগ দেওয়ায় বিমল বিরোধীরা কিছুটা শক্তি সঞ্চয় করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।এদিন ত্রিলোকচাঁদ রোকা বলেন, ‘পাহাড়ের মানুষ বিজেপিকে সব কিছু উৎসর্গ করেছে। এবার বিজেপির কিছু করা উচিত। কিন্তু বিজেপি কিছুই করছে না। তাই ওই দল ছেড়েদিলাম।