হরি ঘোষ, দুর্গাপুর: দেশীয় সড়ক নির্মাণ করার ক্ষেত্রে পুরনো প্রযুক্তি সরিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি বা গ্রীন টেকনোলজির গুরুত্ব বাড়ছে। এই প্রযুক্তিকে আরও বেশী ব্যবহারযোগ্য করে তুলতে এবার এগিয়ে এল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর। দুর্গাপুরের একটি বেসরকারি সেমিনার হলে 'আঞ্চলিক স্তরে রাস্তা নির্মাণের ক্ষেত্রে গ্রীন টেকনোলজির ব্যবহার' শীর্ষক একটি আলোচনা সভার আয়োজক ছিল NIT দুর্গাপুর। এই আলোচনা সভায় ভারত সরকারের ন্যাশনাল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির টেকনিক্যাল ডাইরেক্টর বি সি প্রধান, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পঞ্চায়েত বিভাগের অতিরিক্ত সচিব দীপাঞ্জন ভট্টাচাৰ্য, ন্যাশনাল হাইওয়ে অথরিটির জেনারেল ম্যানেজার এস কে মালিক, NIT দুর্গপুরের ডিরেক্টর অধ্যাপক অনুপম বসু ও দুর্গাপুর ইস্পাত কারখানার অধিকারিকরা উপস্থিত ছিলেন। সড়ক নির্মাণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিবেশ বান্ধব, টেকসই এই প্রযুক্তি ইতিমধ্যেই দীর্ঘ রাস্তা নির্মাণের ক্ষেত্রে ব্যবহার হতে শুরু করেছে। পশ্চিমবঙ্গর চারটি প্রকল্পের কাজ চলছে এই প্রযুক্তি পদ্ধতিতে। অব্যবহারযোগ্য প্লাস্টিক এই প্রযুক্তিতে রাস্তা নির্মাণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। NIT দুর্গাপুরের ছাত্র ছাত্রীরা এই প্রযুক্তির গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছেন।